Tomar Pichu Charbo Na Lyrics (তোমার পিছু ছাড়বো না) Nahid Hasan

Tomar Pichu Charbo Na Lyrics (তোমার পিছু ছাড়বো না) Nahid Hasan


Song : Tomar Pichu Charbo Na )
Flim Name : Aditya Paul
Singer : Nahid Hasan
Lyrics : Tune & Music: Autumnal Moon
Music : Bijoy karmakar anqur
Label : Dhruba Music Station
 

Tomar Pichu Charbo Na Lyrics (তোমার পিছু ছাড়বো না):

 

 

হতে পারে কোনো রাস্তায়,
কোনো হুড তোলা এক রিক্সায়,
আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে,
তুমি দেখলে না।

রোদে পোড়া রোমিও চেহারা
তুমি বুঝলেনা আমার ইশারা,
মন বলে যদি থামতে,
তুমি থামলে না।

তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে,
আমি তোমার চোখে তাকানোর,
সাহস পেতাম না।

আমার জড়-সড় এই শরীরে
তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে,
প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা।
লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি
তোমার পিছু ছাড়বো না,
তোমার পিছু ছাড়বো না।

কোনো কাক-ডাকা এক সকালে
তুমি বারান্দায় এসে দাড়ালে,
আমি ছিদ্র খুঁজছি দেয়ালে,
তোমায় দেখবো বলে।

তুমি অদ্ভুত এক খেয়ালে
গাঢ় লাল টিপ দেখি কপালে,
হঠাৎ আমার দিকে তাকালে আজ
আমি ভয় পেলাম না।
তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে,
আমি তোমার চোখে তাকানোর,
সাহস পেতাম না।
আমার জড়-সড় এই শরীরে
তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে,
প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা।
লোকে পাগল বোলুক, মাতাল বোলুক, আমি
তোমার পিছু ছাড়বো না,
তোমার পিছু ছাড়বোনা।

নামি চলো আজ পথে,
হাত রাখো এই হাতে
দুজনে চলো যাই বহুদূর
আমার গিটারের সুরে,
দোলা লাগে তোমার নূপুরে
উত্তাল ঢেউ তোলে দোলে হৃদয় সোমুদ্দুর।
তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে,
আমি তোমার চোখে তাকাবো,
পলক পড়বে না।
আজ আমার প্রেমিক শরীরে
তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে
প্রেম আর পাগলামি টাকে লুকাবো না।
লোকে পাগল বোলুক, মাতাল বোলুক, আমি
তোমার পিছু ছাড়বো না,
তোমার পিছু ছাড়বোনা।

আমি তোমার পিছু ছাড়বো না লিরিক্স :


Tomar juliyet hasi hese
Jodi dakte valobeshe
Ami tomar chokhe takanor
Sahos petam na
Amar jorosoro ei shorire
Tomar haway lagche furfure
Prem naki paglami bolte parbo na
Loke pagol boluk matal boluk
Ami tomar pichu charbo na

 

 

Related Posts

Subscribe Our Newsletter

0 Response to "Tomar Pichu Charbo Na Lyrics (তোমার পিছু ছাড়বো না) Nahid Hasan "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel